যমুনার পানি বিপদসীমার ৫৭ সেন্টিমিটার ওপরে

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৫

সাহস ডেস্ক

যমুনা নদীর পানি অব্যাহত ভাবে বৃদ্ধি পাওয়ার কারণে দিন দিন সিরাজগঞ্জের বন্য পরিস্থিতর আরো অবনতি হচ্ছে। গত ২৪ ঘন্টায় (বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত) যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ পয়েন্টের দায়িত্বে থাকা গেজ মিটার (পানি পরিমাপক) আব্দুল লতিফ বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সকাল ৬টায় যমুনা নদীর পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী আরও কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

যমুনায় পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত ফুলজর, করতোয়া, বরালসহ অন্য নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, ফলে জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ।

সিরাজগঞ্জ ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুর রহিম বলেন, 'বন্যায় সিরাজগঞ্জের পাঁচ উপজেলার ২৫টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জ সদর উপজেলা, শাহজাদপুর উপজেলা, চৌহালি উপজেলা, কাজিপুর উপজেলা এবং বেলকুচি উপজেলার নিচু এলাকা তলিয়ে গেছে।'

তবে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে চেষ্টা করা হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।

সাহস২৪.কম/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত