দেশে ফিরছেন কাবুলে আটকে পড়া ১৫ বাংলাদেশি

প্রকাশ | ৩১ আগস্ট ২০২১, ১১:২৫

অনলাইন ডেস্ক

তালেবানদের আফগান দখলের পর থেকেই দেশটি ছেড়ে যাচ্ছে সেখানে অবস্থান করা বিভিন্ন দেশের নাগরিকরাসহ স্থানীয় আফগান বাসিন্দারা। ২০ বছরের যুদ্ধ শেষ করে ফিরেছে মার্কিন সেনারাও। আটকে পড়েছিল ১৫ জন বাংলাদেশি। তবে আজ মঙ্গলবার তারা দেশে ফিরছেন।

কাবুল থেকে এই ১৫ জন নাগরিক কাতারের রাজধানী দোহা পৌছান। দোহা থেকে তারা দেশে ফিরবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আফগান ওয়্যারলেসে কর্মরত প্রকৌশলী রাজীব বিন ইসলাম।

আফগান ওয়্যারলেসে কর্মরত ৬ বাংলাদেশি মার্কিন বাহিনীর সহায়তায় শুক্রবার কাবুল থেকে দোহায় পৌঁছায়। শনিবার আরো ৬ বাংলাদেশি দোহায় পৌঁছান। এর আগেই ৩ বাংলাদেশি কাবুল থেকে দোহায় অবস্থান নেয়। এ নিয়ে ১৫ জন বাংলাদেশি কাবুল থেকে কাতারের রাজধানীতে অবস্থান করছেন। তাদের নিয়ে আজ একটি ফ্লাইট দেশে ফিরবে।

এদিকে ব্র্যাকের ৩ জন কর্মী এখনো আফগানিস্তানেই অবস্থান করছে। গত শনিবার ব্র্যাকের ৩ জন কর্মী বাংলাদেশে পৌঁছেছেন।

সাহস২৪.কম/জেএস/এসকে.