জেদ্দাঃ ৬০৩ বাংলাদেশির কারামুক্তির উদ্যোগ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২১, ০২:৩৭

সাহস ডেস্ক

সৌদি আরবের জেদ্দায় ১৭টি জেলখানায় কারাবন্দি আছেন কমপক্ষে ৬০৩ জন বাংলাদেশি। এসব কারাগারে থাকা বাংলাদেশিদের দ্রুত মুক্তি ও দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রম কল্যাণ উইং। 

ইতোমধ্যে নোট ভারবাল দিয়ে বাংলাদেশিদের দ্রুত মুক্তি ও দেশে পাঠানোর ব্যবস্থা বিষয়ে সহায়তা চেয়ে অনুরোধ করা হয় জেলখানা ও সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়কে।

জানা যায়, বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ৪টি প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, যাদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে ও যাদের শেষ হবে তাদের দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা। যাদের সাজার মেয়াদ ১ চতুর্থাংশ শেষ হয়েছে তাদের উত্তম ব্যবহারের ভিত্তিতে অবশিষ্ট সাজা মওকুফ করে দেশে পাঠানো। যারা প্রথম আটক হয়েছেন, তাদের সাজার মেয়াদ মওকুফ করে দেশে পাঠানো। যারা ছোট অপরাধে আটক হয়েছেন তাদের সাজার মেয়াদ মওকুফ করে দেশে পাঠানো।

কাউন্সেলর (শ্রম) মো. আমিনুল ইসলাম বলেন, করোনা মহামারির কারণে আমরা কারাগারগুলোতে গিয়ে বাংলাদেশিদের পরিদর্শনের অনুমতি পাচ্ছি না। তবে আমরা বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রচেষ্টা চালিয়ে চাচ্ছি।

সাহস২৪.কম/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত