নাসিক-কুসিকসহ সকল ইউপি নির্বাচন ডিসেম্বরের মধ্যেই

প্রকাশ : ২৩ আগস্ট ২০২১, ১৬:৩৭

সাহস ডেস্ক

আগামী ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপনির্বাচন ও নারায়ণগঞ্জ, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হবে বলে জানিয়েছেন ইসি সচিব মো. হুমায়ুন কবির খোন্দকার।

সোমবার (২৩ আগস্ট) রাজধানীর নির্বাচন ভবনে ৮৪তম কমিশন বৈঠক শেষে এ কথা জানান তিনি।

ইসি সচিব বলেন, সাড়ে চার হাজার ইউনিয়নের মধ্যে ২০৪টিতে ভোট গ্রহণ হয়েছে। ডিসেম্বরের মধ্যে চার হাজারের মতো ইউনিয়ন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, পৌরসভা, কুমিল্লা-৭ শূন্য আসনে উপনির্বাচন, জেলা পরিষদসহ অন্যান্য নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে।

আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের কমিশন সভায় নির্বাচনের দিন-তারিখ নির্ধারণ কবে হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৩ মার্চ প্রথম ধাপের ৩৭১টি ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল ১১ এপ্রিল। মহামারী করোনাভাইরাস পরিস্থিতির কারণে নির্বাচন স্থগিত করা হয়।

পরবর্তীতে, ৩ জুন নির্বাচনের তারিখ পুনঃনির্ধারণ করে ২১ জুন করা হয়। তবে সীমান্তবর্তী এলাকায় কোভিড পরিস্থিতি অবনতি হওয়ায় ১৬৭টি ইউপি নির্বাচন স্থগিত করা হয়।

সাহস২৪.কম/জেএস/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত