বনানীতে স্বজনদের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশ : ১৫ আগস্ট ২০২১, ০৯:৫৬

সাহস ডেস্ক

পঁচাত্তরের ১৫ আগস্ট কালরাতে ছুটে এসেছিল ঘাতকের একঝাঁক বুলেট। আর প্রতিটি বুলেট মৃত্যু হয়ে ছুয়ে স্বাধীনতার স্থপতি বাঙালির অহংকার ও গৌরবের প্রতিক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর স্বজনদের। স্বজন হারানোর ব্যথা আজও বয়ে চলেছে এ জাতি। আজ পিতাকে হারানোর ৪৬তম বছর এবং জাতীয় শোক দিবস।

এ উপলক্ষে বঙ্গবন্ধুর সঙ্গে নিহত পরিবারের অন্য সদস্যদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৬টা ২০ মিনিটের দিকে বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী তার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলসহ ১৯৭৫ এর ১৫ আগস্টের অন্য নিহতদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত