অভিযান শেষে আটক সিস্টার হেলেনা জাহাঙ্গীর

প্রকাশ : ৩০ জুলাই ২০২১, ০০:৫০

সাহস ডেস্ক

গুলশান ৫ এর ৩৬ নম্বর সড়কের বাসায় দীর্ঘ প্রায় চার ঘণ্টা অভিযান শেষে আলোচিত আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত নেতা ও ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র‍্যাব-২। অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) এর এই দলটি।

আজ বৃহস্পতিবার (২৯ জুলাই)  রাত ১২টা ১৩ মিনিটের দিকে গুলশানের ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাসা থেকে তাকে আটক করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় র‍্যাব সদর দফতরে।

আটকের বিষয়টি গণনাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।

এর আগে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে রাতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালানো হয়।

সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব সদস্যরা হেলেনা জাহাঙ্গীরের বাড়িটিতে প্রবেশ করে। এরপর রাত পৌনে ১০টার দিকে র‍্যাবের তিনজন নারী সদস্যরা ওই বাসায় প্রবেশ করেন। অভিযানের সময় হেলেনা যে বাসাটিতে থাকেন সেটির মূল ফটক বন্ধ করে দেয় র‌্যাব। কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

বাইরে থেকে ভবনের নিচতলায় র‌্যাবের সাদা পোশাকের সদস্যরা অবস্থান নেন। এ সময় হেলেনার গুলশানের বাড়ি নিচে র‌্যাবের একটি গাড়ি এবং র‌্যাবের একটি হাইএস ব্র্যান্ডের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

রাত ১০টার দিকে র‍্যাবের নারী সদস্যরা বাসাটির ভেতরে প্রবেশ করেন। বাসাটি ঘিরে অবস্থান নেয় র‍্যাবের বিপুল সংখ্যক সদস্য। বাড়িটির ভেতরে প্রবেশ করে তল্লাশি করছে র‍্যাব সদস্যরা।

র‍্যাব সূত্র জানায়, অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ অবৈধ জিনিস উদ্ধার করা হয়েছে। পরে তাকে আটক করে র‍্যাব। কোথা থেকে এই মাদক আসলো সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাকে র‍্যাব সদরদফতরে নেয়া হবে।

গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে হেলেনা জাহাঙ্গীরকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেওয়া হয় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে। উপকমিটির সদস্যসচিব ও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতিবহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ হতে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি দেওয়ার আগে গত শনিবার রাতে মেহের আফরোজ গণমাধ্যমকে বলেছিলেন, উপকমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারছেন না হেলেনা জাহাঙ্গীর। তাঁর কিছু কিছু কাজ বিব্রত করছে সংগঠনকে। এ জন্য উপকমিটির সদস্যপদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে তা জানানো হবে।

তিনি আরও বলেন,  গত ১৭ জানুয়ারি জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সিইও হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য হয়েছিলেন। তার আগে ২০২০ সালের ডিসেম্বরের দিকে তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হন। আবদুল মতিন খসরু মারা গেলে ওই আসনে মনোনয়নের জন্য দলীয় ফরম সংগ্রহ করেছিলেন। তবে মনোনয়ন পাননি।

সম্প্রতি ফেসবুকে চাকরিজীবী লীগের পোষ্টারে নেতা নিয়োগের ঘটনায় দেশজুড়ে সমালোচনার মুখে পড়ে যান তিনি হেলেনা জাহাঙ্গীর। বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের এই সংগঠনের ব্যানারে সংগঠনটির জেলা, উপজেলা ও বিদেশি শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘোষণা দেন তিনি। কথিত এই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক হিসেবে মাহবুব মনিরের নাম উল্লেখ করা হয়।

হেলেনা জাহাঙ্গীর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। সেখান থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

সাহস২৪.কম/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত