র‍্যাব দেখে অঝোরে কাঁদলেন হেলেনা জাহাঙ্গীর

প্রকাশ : ৩০ জুলাই ২০২১, ০০:২৭

সাহস ডেস্ক

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটি থেকে বহিঃষ্কৃত সদ্যসাবেক সদস্য ও ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)-২। অভিযানের সময় র‍্যাব সদস্যদের দেখে অঝরে কেঁদেছেন হেলেনা জাহাঙ্গীর।

এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানে থাকা র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা গণমাধ্যমকে।

দেশের একটি বিশ্বস্ত গণমাধ্যমকে র‍্যাব সদস্যরা জানান, অভিযান শেষে তাকে আটক করা হবে। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হবে র‍্যাব সদরদফতরে।

আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের রাজধানীর গুলশানের গুলশানের ৫ নম্বর সড়কের ৩৬ নম্বর বাসায় অভিযান শুরু করে র‍্যাব।

রাত ৮টা থেকে শুরু হওয়া অভিযানে বাড়ির ভেতর ও বাইরে অবস্থান নিয়ে অভিযান চালাচ্ছে বিপুল সংখ্যক র‍্যাব সদস্য। র‌্যাব সদস্যদের দেখে আলোচিত এই নারী অঝোরে কাঁদতে থাকেন। পরে রাত ১০টার দিকে ভেতরে প্রবেশ করেন র‍্যাবের নারী সদস্যরা।

র‍্যাব সূত্র জানায়, অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ অবৈধ জিনিস উদ্ধার করা হয়েছে। কোথা থেকে এই মাদক আসলো সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এজন্য তাকে র‍্যাব সদরদফতরে নেয়া হবে।

সম্প্রতি ফেসবুকে চাকরিজীবী লীগের পোষ্টারে নেতা নিয়োগের ঘটনায় দেশজুড়ে সমালোচনার মুখে পড়ে যান তিনি হেলেনা জাহাঙ্গীর। বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের এই সংগঠনের ব্যানারে সংগঠনটির জেলা, উপজেলা ও বিদেশি শাখায় সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘোষণা দেন তিনি। কথিত এই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক হিসেবে মাহবুব মনিরের নাম উল্লেখ করা হয়।

সাহস২৪.কম/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত