মালদ্বীপের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর হাঁড়িভাঙা আম উপহার

প্রকাশ : ১৯ জুলাই ২০২১, ১৯:১৬

সাহস ডেস্ক

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহকে ৫০০ কেজি হাঁড়িভাঙা আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

১৯ জুলাই (সোমবার) বন্ধুত্বের নিদর্শন স্বরূপ এই আম মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান আয়েশা শান সাকিকে হস্তান্তর করেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল নাজমুল হাসান।

বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালদ্বীপের রাষ্ট্রাচারপ্রধান সে দেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ওই শুভেচ্ছা উপহার পাঠানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

এর পূর্বে  ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মিজোরামের মুখ্যমন্ত্রীদের জন্যও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আম উপহার পাঠিয়েছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত