সোনামসজিদ স্থলবন্দরে ৬ দিনের ঈদের ছুটি শুরু

প্রকাশ : ১৯ জুলাই ২০২১, ১৭:২৭

দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ৬ দিনের ঈদের ছুটি শুরু হয়েছে।

১৯ জুলাই (সোমবার) থেকে শুরু করে আগামী ২৪ জুলাই (শনিবার) পর্যন্ত ৬ দিনের পবিত্র ঈদ-উল-আজহা'র ছুটি ঘোষণা হয়েছে।
ছুটি শেষে আগামী রবিবার (২৫ জুলাই) যথারীতি বন্দরে আমদানি রপ্তানিসহ সকল স্বাভবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক রুহুল আমীন বলেন, ছুটির বিষয়টি গত ১১ জুলাই পত্র দিয়ে বিপরীতে ভারতীয় মোহদিপুর স্থলবন্দরসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে জানিয়ে দেয়া হয়েছে। একই তারিখে সোনামসজিদ স্থলবন্দর আমাদানি রপ্তানিকারক গ্রুপও পত্র দিয়ে সাপ্তাহিক ছুটিসহ ৬ দিনের ছুটির বিষয়টি দু'দেশের সংশ্লিষ্ট সকল পক্ষকে জানিয়ে দেয়।

তিনি আরও বলেন, ৬ দিন বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এর মধ্যে ঈদের দিন ব্যতীত অনান্য দিন বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম, লোড-আনলোড ও পরিবহন কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে।

এদিকে কাস্টমসসহ ব্যাংক ও সরকারি অফিসসমূহ ঈদের সরকারি ও সাপ্তাহিক ছুটি অনুযায়ী খোলা বা বন্ধ থাকবে বলেও জানান রুহুল আমীন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত