‘বঙ্গবন্ধু’ প্রণেতা রেজাউল হক চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশ | ১৫ জুলাই ২০২১, ১৬:৫৯ | আপডেট: ১৫ জুলাই ২০২১, ১৭:১১

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ নামকরণের প্রথম প্রণেতা এবং ’৬৯ এর গণআন্দোলনের অন্যতম সেনানী বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার এক শোক বার্তায় প্রধনামন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শোকবার্তায় বলেন, দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন এবং রাজনীতি বিশ্লেষণের ক্ষেত্রে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে আজীবন ধারণকারী রেজাউল হক চৌধুরী চিরভাস্বর হয়ে থাকবেন।

বুধবার (১৪ জুলাই) রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন রেজাউল হক চৌধুরী। মৃত্যুর সময় তার বয় হয়েছিল ৭১ বছর।

সাহস২৪.কম/এসটি/এসকে.