চাঁপাইনবাবগঞ্জ

১৩৫ কেজি ভারতীয় কচ্ছপের হাড়সহ আটক ৩

প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ১৮:৪৪

ছবি: জাকির হোসেন পিংকু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে চোরাই পথে আনা সাড়ে ১৩ লক্ষ টাকা মূল্যের ১৩৫ কেজি ভারতীয় কচ্ছপের হাড়সহ আটক হয়েছে ৩ জন। আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘন্টার টানা অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- ভোলাহাটের সুরানপুর কুমিরজান গ্রামের মৃত এতাজ উদ্দিনের ছেলে রফিকুল (৫০), উপজেলার ফুটানীবাজার চামুচা গ্রামের আজিম উদ্দিনের ছেলে আল আমিন (২২) ও একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম (২০)।

তবে হাড়ের মূল চোরাচালানী ফুটানীবাজার চামুচা গ্রামের বাবুল হোসেনের ছেলে ইদুল (২২) অভিযানে আটক হয়নি বলে জানিয়েছে বিজিবি।

অভিযানে নেতৃত্ব দেয়া চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন (রহনপুর ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্ণেল আমীর হোসেন মোল্লা জানান, অভিযানে প্রথমে রফিকুলের বাড়ি থেকে হাড়সহ তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে আটক হন আল আমিন ও মনিরুল। এ ঘটানায় আটক ও পলাতকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ হচ্ছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত