যমুনায় জেলের জালে আটকে প্রাণ হারালো আরো একটি বাঘাড়

প্রকাশ : ২০ জুন ২০২১, ১৮:৫৩

সাহস ডেস্ক

পাবনার দেওয়ানগঞ্জ উপজেলার ঢালার চরের তীরমনি এলাকায় জেলের জালে আটকে প্রাণ হারিয়েছে  আরো একটি  নদীর দানব খ্যাত মহাবিপন্ন বাঘাইড়। গতকাল ১৯জুন (শনিবার)  যমুনা নদীর ঢালার চর এলাকায় কালিদাস হালদারের পেতে রাখা জালে বাঘাইড় মাছটি আটকে প্রাণ হারায়। খবর প্রথম আলো।

বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল ২ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত। বাঘাইড় মাছটির ওজন ৪৭ কেজি। মহাবিপন্ন দুর্লভ এ মাছ  ক্রয়-বিক্রয় নিষিদ্ধ হলেও মৎস্য ব্যবসায়ী নুরু শেখ মাত্র ৫৯ হাজার টাকায় কিনে নেয়।

দানব বাঘাইড় বা বাঘাইর (ইংরেজি: giant devil catfish বা goonch ), বৈজ্ঞানিক নাম: (Bagarius yarrelli)। দক্ষিণ এশিয়ায় প্রাপ্ত একটি বিশাল আকারের বাগারিয়াস গণের মাছের প্রজাতি। এ মাছ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, মায়ানমার এবং ইন্দোনেশিয়ায় পাওয়া যায়। আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি বাংলাদেশে মহাবিপন্ন হিসেবে বিবেচিত।

স্থানীয় ও গণমাধ্যম সূত্রে জানা যায়, পাবনার তীরমনি এলাকার জেলে কালিদাস হালদারসহ কয়েকজন গতকাল শনিবার সন্ধ্যায় যমুনা নদীতে মাছ ধরতে নামেন। গোয়ালন্দের সীমান্তবর্তী পাবনার ঢালার চর এলাকায় স্থানীয় ভাষায় দাসন বা চাকা জাল ফেলেন। মধ্যরাতে জাল গোটানোর সময় বিশাল আকারের বাগাড় মাছ দেখতে পান। পরে প্রকাশ্য নিলামে দাম হাঁকা হলে শাকিল-সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী নুরু শেখ ও আজগর শেখ সর্বোচ্চ দাম দিয়ে মাছটি কেনেন।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, বড় মাছের জন্য অভয়াশ্রম খুবই জরুরি। এ জন্য মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। অভয়াশ্রম করতে পারলে এ অঞ্চলের জেলেরাই উপকৃত হবেন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত