রামগঞ্জে নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান হোসেন রানা বরখাস্থ

প্রকাশ : ১৪ জুন ২০২১, ১৮:১৫

বিভিন্ন উপায়ে অর্থ আত্মসাৎ-হত্যাচেষ্টার অভিযোগে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন রানাকে সাময়িক বরখাস্থ করেছে স্থানীয় সরকার বিভাগ।

গত বৃহস্পতিবার (১০ জুন) স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রনায়ের ওয়েবসাইটে উপসচিব মোঃ আবু জাফর রিপন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশিত হয়।

জানা যায়, মৃত ব্যাক্তিকে জীবিত এবং প্রবাসীকে দেশে কর্মসংস্থান দেখিয়ে ব্যাংক একাউন্ট থেকে টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ, ইউপিসদস্য শেখ ফরিদকে হত্যার চেষ্টা, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ, গভীর নলকূপ স্থাপনে অর্থ আদায় এবং জীবিত ব্যাক্তিকে মৃত দেখিয়ে ওয়ারিশ সনদ প্রদান করেছেন ইউপি চেয়ারম্যান হোসেন রানা।

এ বিষয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, চেয়ারম্যান মোহাম্মদ হোসেন রানা কে ময়িক বরখাস্থ করা হয়েছে। পুরোপুরি বহিষ্কার করা হলে পরবর্তীতে কে পরিষদ চালাবে সে ব্যাপারে সিদ্ধান্ত দিব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত