পঞ্চগড়ে ভারতীয় নাগরিক আটক, থানায় হস্তান্তর

প্রকাশ : ৩০ মে ২০২১, ১৩:৫৮

সাহস ডেস্ক

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট সীমান্তে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি। রাতেই তাকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়। আটক শম্ভু ভূঁইয়া (৪০) ভারতের হাজারিবাগ জেলার চাতলা থানার গৌরবপুর গ্রামের চন্দন ভূঁইয়ার ছেলে।

শনিবার (২৯ মে) উপজেলার চাকলাহাট ইউনিয়নের কহরুহাট বাজার থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও বিজিবি জানায়, চাকলাহাট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে কহরুহাট বাজার থেকে পঞ্চগড়ের দিকে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক হলে শিংরোড বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে তিনি ভারতীয় নাগরিক বলে স্বীকার করে। পরে তাকে পঞ্চগড় সদর থানায় সোপর্দ করে।

এ ঘটনায় বিজিবির শিংরোড কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আজিজুর রহমান বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমেদ জানান, তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত