সীমান্তবর্তী আট জেলা লকডাউনের সুপারিশ

প্রকাশ : ৩০ মে ২০২১, ১৩:২২

সাহস ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার কারণে ভারতের সীমান্তবর্তী আট জেলাকে দ্রুততম সময়ে লকডাউনের আওতায় আনার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। গত এক সপ্তাহ ধরে এই জেলাগুলোতে কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্তের হার ৩০ শতাংশের বেশি।

রবিবার (৩০ মে) এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে জানিয়ে রোগতত্ত্ব ও জনস্বাস্থ্য–বিষয়ক কমিটি।

বিশেষজ্ঞরা নতুন করে নওগাঁ, রাজশাহী, নাটোর, কুষ্টিয়া, যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলায় লকডাউনের সুপারিশ করেছে। এসব জেলায় সংক্রমণ বেশি। এ ছাড়া নোয়াখালী ও কক্সবাজারের সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়েছে কমিটি। ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জকে লকডাউনের আওতায় এনেছে স্থানীয় প্রশাসন।

গবেষকরা মনে করছেন, এই জেলাগুলোতে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে। চাঁপাইনবাবগঞ্জে সাত জনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তবে তারা কেউ সম্প্রতি ভারতে ভ্রমণ করেননি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত