ফ্রি ফায়ার খেলার জন্য ইন্টারনেট কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা!

প্রকাশ : ২২ মে ২০২১, ১৬:২৫

সাহস ডেস্ক

ফ্রি ফায়ার গেইমস খেলার জন্য ইন্টারনেট কেনার টাকা না পেয়ে মায়ের সাথে অভিমান করে মামুন (১৪) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে জানা গেছে। এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া।

শনিবার (২১ মে)  দুপুর দেড়টার দিকে মতলব দক্ষিণ উপজেলার উপাদী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মামুন তার মায়ের কাছে ইন্টারনেট কেনার জন্য টাকা চাইলে তার মা কমলা বেগম পরে নিতে বলে। এতে রাগ করে ঘরের আড়ার সাথে বিদ্যুতের তার দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ছেলেটির মা গার্মেন্টেসে চাকরি করেন। ঈদ উপলক্ষে তার মাসহ ছেলেটি নানা বাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার দুপুরে সে তার মায়ের কাছে মোবাইলে ইন্টারনেট কেনার জন্য টাকা চায়। তখন তার মা নামাজ-গোসল শেষ করে এসে টাকা দেওয়ার কথা বলেন। পরে নামাজ শেষে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার নানা আরেক বাড়িতে গিয়ে দেখে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়েছে। আমরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত