রোজিনা ইসলামের জামিন শুনানি আজ

প্রকাশ : ২০ মে ২০২১, ০০:৫৭

সাহস ডেস্ক
ছবি: সংগৃহীত

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে সরকারি অফিস থেকে ‘তথ্য চুরি’র অভিযোগে করা মামলার জামিন শুনানি হবে আজ বৃহস্পতিবার (২০ মে)। এ তথ্য জানিয়েছেন রোজিনা ইসলামের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার।

বৃহস্পতিবার (২০ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর ভার্চুয়াল আদালতে তার জামিনের এই শুনানি অনুষ্ঠিত হবে।

প্রশান্ত কুমার কর্মকার বলেন, রোজিনা ইসলাম প্রথম আলোর একজন পেশাদার সাংবাদিক। তার বিরুদ্ধে যে ধারায় মামলাটি করা হয়েছে, তা অনাকাঙ্ক্ষিত। তিনি শারীরিকভাবে অনেক অসুস্থ আছেন। সার্বিক দিক বিবেচনা করে আমরা আশা করছি, আজ আদালত রোজিনা ইসলামের জামিন দেবেন।

এর আগে গত মঙ্গলবার (১৮ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত রোজিনা ইসলামের রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর পাশাপাশি জামিনের বিষয়ে শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আদালত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত