বাংলাদেশে ফিরতে না পেরে কলকাতায় ক্যান্সার আক্রান্ত শিশুর মৃত্যু

প্রকাশ | ১১ মে ২০২১, ০৩:৫৫

অনলাইন ডেস্ক

বাংলাদেশে ফিরতে না পেরে কলকাতায় মৃত্যু হলো ক্যান্সার আক্রান্ত শিশু আল হাসান রফিকের। মৃত শিশুর বাবা আব্দুল লতিফ তার মৃত সন্তানের লাশ নিয়ে কবে ফিরবেন দেশে তা নিয়ে আহাজারি করছেন কলকাতায়।

সোমবার (১০ মে) কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছেন ভারতে আটকে পড়া শতাধিক বাংলাদেশি।

ক্যান্সার আক্রান্ত শিশুর বাবা আব্দুল লতিফ জানান, কয়েক বছর ধরে অসুস্থ সন্তানের চিকিৎসা করাতে ভারতে যাতায়াত করছি। রফিকের পেটে টিউমার হয়েছিল। টাকা-পয়সা শেষ হয়ে যাওয়ায় কলকাতায় ফিরে আসি এনওসি নিয়ে দেশে ফেরার জন্য।

তিনি বলেন, ৫ মে থেকে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে আবেদন করছি। কোনও লাভ হয়নি। দেশে ফেরার আশায় অসুস্থ সন্তানকে নিয়ে বেনাপোল সীমান্তের লাগোয়া ভারতের বনগাঁ আসি। সেখানে গত রবিবার রফিক আরও অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে।

আব্দুল লতিফের অভিযোগ, গত কয়েকদিন ধরে কলকাতার বাংলাদেশ উপ–হাইকমিশনে দরবার করেও এনওসি পেলাম না। সন্তানকেও দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারলাম না। আপাতত তাকে হিমঘরে রেখে দেশে ফেরার জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার চেষ্টা করছি। জানি না মৃত সন্তানের লাশ কতদিন হিমঘরে রাখতে হবে।