যশোরে দুই জনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত

প্রকাশ : ০৮ মে ২০২১, ১৬:৪২

সাহস ডেস্ক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আট জনের নমুনা পরীক্ষা করে দুই জনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতান। 

শনিবার (৮ মে) দুপুরে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, চার জনের শরীরে ভারতীয় ধরনের খুব কাছাকাছি শনাক্ত হয়েছে।

এর আগে আজ শনিবার (৮ মে) আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এস এম আলমগীর জানান, রাজধানীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেওয়া এক স্যাম্পল পরীক্ষা করে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। যা জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটাতে (জিএসআইডি) প্রকাশিত হয়েছে।

সম্প্রতি জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভারতে প্রথম শনাক্ত ‘বি.১.১৬৭’ নামে করোনার ধরনটি বিশ্বের এক ডজনের বেশি দেশে পাওয়া গেছে। এমন দেশের সংখ্যা কমপক্ষে ১৭টির বেশি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত