দিনে পাটুরিয়া-মাওয়া রুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশ : ০৮ মে ২০২১, ০৩:৩৪

সাহস ডেস্ক
ছবি: সংগৃহীত

করোনা বিস্তার রোধে সরকারি নির্দেশনা মোতাবেক শনিবার (৮ মে) থেকে পাটুরিয়া ও মাওয়া রুটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র রাতের বেলায় পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলাচল করবে।

শুক্রবার (৭ মে) রাতে বিআইডব্লিউটিসি থেকে এ তথ্য জানানো হয়।

বিআইডব্লিউটিসি।প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আন্তজেলা বাস, লঞ্চ, স্পিডবোট বন্ধ থাকায় ব্যক্তিগত বাহন ব্যবহার করে মানুষকে স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে ফেরি পার হতে দেখা গেছে। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের দৃষ্টিতে আনা হয় শুক্রবার। এরপরই শনিবার থেকে দিনে যাত্রীবাহী ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে রাতে পণ্য পরিবহনের ব্যবস্থা থাকবে। এছাড়া লাশবাহী গাড়িসহ বিশেষ প্রয়োজনে পারাপারের ব্যবস্থা করা হবে।

এর আগে শুক্রবার সকাল থেকেই দেখা যায়, পাটুরিয়া-দৌলতদিয়া এবং শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঈদে ঘরে ফেরা মানুষ ও যানবাহনের চাপ বেড়ে যায়। ফেরিতে ঠাসাঠাসি করে মানুষকে নদী পারাপার হতে দেখা যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত