নেশাগ্রস্ত ছিলেন স্পিডবোটচালক

প্রকাশ : ০৭ মে ২০২১, ০৪:৩৫

সাহস ডেস্ক

মাদারীপুরের শিবচরে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের দুর্ঘটনার সময় স্পিডবোটচালক গাঁজা ও ইয়াবা সেবনের কারণে নেশাগ্রস্ত ছিল। চিকিৎসাধীন থাকা অবস্থায় চালক মো. শাহ আলমের (৩১) ডোপ টেস্টের নমুনায় এ তথ্য নিশ্চিত হয়েছে স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যায় শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনার পর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চালক মো. শাহ আলমের ডোপ টেস্ট করাতে বলেন। পরে আমরা ঢাকা থেকে কিট এনে ডোপ টেস্ট করি। এতে তার পজিটিভ এসেছে। নমুনায় গাঁজা ও ইয়াবার অস্তিত্ব মিলেছে। অর্থাৎ স্পিডবোটটি চালানোর সময় সে মাদকাসক্ত ছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত