মামুনুলের নির্দেশে হামলা-আগুন: আদালতে আবু বক্কর সিদ্দিক

প্রকাশ : ০৫ মে ২০২১, ০৩:১২

সাহস ডেস্ক

হেফাজতে ইসলামের যুগ্ম-সম্পাদক মামুনুল হকের নির্দেশে সরকারি কর্মচারীদের ওপর হামলা ও যানবাহনে আগুন দেওয়া হয় বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার বায়তুল নাজাত জামে মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিক (২৮)।

মঙ্গলবার (৪ মে) আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য দিয়েছেন। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার বলেন, আবু বক্কর সিদ্দিক সহিংসতার সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। মামুনুলের নির্দেশে তিনি এ কাজ করেছেন বলেও স্বীকারোক্তি দিয়েছেন। আবু বক্কর আরও বলেছেন যে, হরতাল সফল করতে হেফাজতের সিদ্ধিরগঞ্জ থানা ইউনিটের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান পাটোয়ারীও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তার সঙ্গে অবস্থান নিয়েছিলেন।

তিনি আরও বলেন, আমরা এখন মামলায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত