মমতাকে অভিনন্দন বার্তা পাঠাবেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ | ০৫ মে ২০২১, ০৩:০৬

অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো সরকার গড়তে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। বুধবার (৫ মে) তিনি শপথ গ্রহণ করবেন। বরাবরের মতো এবারও বাংলাদেশের পক্ষ থেকে একটি অভিনন্দন বার্তা পাঠানো হবে।

মঙ্গলবার (৪ মে) এ তথ্য জানিয়েছেন কলকাতায় বাংলাদেশ মিশনের প্রধান তৌফিক হাসান।  

তবে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের বার্তায় অন্যান্য নিয়মিত বিষয়ের পাশাপাশি নতুন বিষয় হিসেবে যুক্ত হবে কোভিড সহযোগিতা।

তৌফিক হাসান বলেন, কালকে (বুধবার) শপথগ্রহণের পর মুখ্যমন্ত্রীর অফিসে বার্তাটি পাঠিয়ে দেওয়া হবে।