হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২১, ০১:১০

সাহস ডেস্ক

নানা আলোচনা-সমালোচনার মধ্যে ভেঙে দেওয়া হলো হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি। হেফাজতের ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী এক ভিডিওবার্তায় তিনি এ ঘোষণা দেন।

রবিবার (২৫ এপ্রিল) রাত ১১টায় ১ মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিওবার্তায় তিনি বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

ভিডিওবার্তায় জুনায়েদ বাবুনগরী বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন, ঈমানি-আকিদার সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। হেফাজতে ইসলামের কিছু গুরুত্বপূর্ণ সদস্যের পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তার প্রেস সচিব প্রেস সচিব মাওলানা ইন'আমুল হাসান ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।

বাবুনগরী আরও বলেন, কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্যের সঙ্গে পরামর্শক্রমে কমিটি বিলুপ্ত করা হলো। ইনশাল্লাহ, আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে আবার হেফাজতে ইসলামের কার্যক্রম শুরু হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত