গোমস্তাপুরে আড়াই হাজার কৃষককে বীজ ও সার বিতরণ উদ্বোধন

প্রকাশ : ২০ এপ্রিল ২০২১, ২১:৪৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আড়াই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ প্রণোদনার উচ্চ ফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সীমা কর্মকার, উপসহকারী কৃষি অফিসার আব্দুর রাকিব প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার বলেন, কর্মসূচীর আওতায় প্রত্যেক কৃষক প্রতি ১ বিঘা জমির জন্য ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি পটাশ সার পাবেন। ২০২০-২১ অর্থবছরে খরিফ-১/২০২১-২২ মৌসুমে উচ্চ ফলনশীল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত