‘ফোর্বস’এর তালিকায় ৯ বাংলাদেশি

প্রকাশ : ২০ এপ্রিল ২০২১, ১৬:২৫

সাহস ডেস্ক

প্রভাবশালী মার্কিন ম্যাগাজিন ‘ফোর্বস’-এর তালিকায় প্রথমবারের মতো ৯ বাংলাদেশি স্থান করে নিয়েছেন। প্রযুক্তি উদ্যোক্তা, সামাজিক প্রভাব, রিটেইল ও ই-কমার্সে অবদান রাখায় তাদের তালিকাভুক্ত করা হয়েছে। 

মঙ্গলবার (২০ এপ্রিল) ২০২১ সালে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় অনূর্ধ্ব ৩০ বছর বয়সী এশীয় অঞ্চলের ৩০০ তরুণের এই তালিকা প্রকাশ করেছে।২০১১ সাল থেকে এই তালিকা করছে ফোর্বস।

তালিকায় থাকা বাংলাদেশিরা হলেন, শেহজাদ নূর তাওস (২৪), মোতাসিম বীর রহমান (২৬), মীর সাকিব (২৮), শোমী হাসান চৌধুরী (২৬), রিজভি আরেফিন (২৬), ইমতিয়াজ জামি (২৭), রিজভানা হৃদিতা (২৮), মো. জাহিন রোহান রাজীন (২২) ও মোরিন তালুকদার (২৭)।

এর আগে গত বছর ফোর্বসের এশিয়ার ৩০ বছরের কম বয়সী উদ্যোক্তা ও চেঞ্জমেকারের তালিকায় ছিলেন বাংলাদেশের রাবা খান ও ইশরাত করিম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত