খালেদা জিয়ার শরীরে জ্বর বেড়েছে: চিকিৎসক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২১, ০০:৫২

সাহস ডেস্ক
ছবি: সংগৃহীত

করোনা আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে জ্বর বেড়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এফ এম সিদ্দিকী। তিনি বলেন, তবে এই মুহূর্তে হাসপাতালে নেয়ার প্রয়োজন নেই।

শনিবার (১৭ এপ্রিল) রাতে বেগম জিয়ার বাসায় সবশেষ শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর চিকিৎসকরা এ তথ্য জানান।

তারা জানান, ফুসফুসে সামান্য সংক্রমণ থাকলেও, ভালো আছেন তিনি। আপাতত বাসাতেই তার চিকিৎসা চলবে। যে কোনো সময় প্রয়োজন হলে তাকে হাসপাতালে নেয়ার প্রস্তুতি আছে।

এর আগে গত ১১ এপ্রিল করোনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন তিনি। বেগম জিয়ার পাশাপাশি তার বাসার আরো ৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৯টায় গুলশানের বাসভবন “ফিরোজা” থেকে সিটি স্ক্যানের জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে।

সেখান থেকে পূর্ণাঙ্গ প্রতিবেদন আসার পর মধ্যরাতেই ভার্চুয়াল পর্যালোচনা করেন চিকিৎসকেরা। পরে খালেদা জিয়ার জন্য সর্বসম্মতিক্রমে নতুন একটি ওষুধ যুক্ত করা হয়। বর্তমান শারীরিক অবস্থায় তাকে বাসায় রেখেই চিকিৎসা চলবে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর গতকাল বিকেলে সিটি স্ক্যান করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ ফুসফুসের সামান্য ক্ষতি হলেও এই পরীক্ষার মাধ্যমে তা জানা সম্ভব। রিপোর্ট পাওয়ার পর আমরা বলতে পারি যে সে ভাল পরিস্থিতিতে আছে।

তিনি আরও বলেন, বিএনপি প্রধানের মেডিকেল টিম তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমানের সাথে পুরো রিপোর্টটি পরীক্ষা করতে বসবে।

শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে ডা. জাহিদ বলেন, সিটি স্ক্যানের রিপোর্টে ম্যাডামের শারীরিক অবস্থা স্থিতিশীল এসেছে। যেটা আমরা প্রভিশনাল রিপোর্ট পাওয়ার পর গণমাধ্যমে জানিয়েছিলাম। ফাইনাল রিপোর্টেও তাই এসেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত