শিবগঞ্জে অতিদরিদ্রদের কর্মসংস্থানে ৪০ দিনের কর্মসূচীর কাজ শুরু

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২১, ২১:৩৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অতিদরিদ্রদের কর্মসংস্থানের জন্য ৪০ দিনের কর্মসূচীর দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১২টি ইউনিয়নে স্ব স্ব ইউপি চেয়ারম্যানগণ এর উদ্বোধন করেন। দিন ২শত টাকা মজুরীতে ২ হাজার ৯২২ জন শ্রমিক কর্মসূচীতে কাজ পেয়েছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আরিফুল ইসলাম জানান, কর্মসুচীর কাজ সঠিক বাস্তবায়নের জন্য নজরদারি ও তদারকি করা হচ্ছে। কানসাট, মোবারকপুর ও শাহাবাজপুর ইউনিয়নের শ্রমিক তালিকা যথাসময়ে না জমা হওয়ায় ওই সব ইউনিয়নে ৮৬০ জন শ্রমিক কাজ পাননি।

এ ব্যাপারে শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক বলেন, ধান কাটার এই মৌসুমে শ্রমিক সংকটে তালিকা যথাসময়ে করা যায়নি। তবে কর্মসূচীতে অন্তর্ভূক্তি হবার চেষ্টা করা হবে।

বিনোদপুর ইউপি প্যানেল চেয়ারম্যান জামিল উদ্দিন বলেন, তার ইউনিয়নে ২৫৬ জন কাজ পেয়েছেন।

পাঁকা ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ইউপি সদস্যদের নিয়ে তার ইউনিয়নে কাজ উদ্বোধন করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত