মানকি চর থেকে মাটি বিক্রি, দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২১, ১৯:৩১

মোঃ আঃ রহিম রেজা

ঝালকাঠির রাজাপুর উপজেলায় মানকি চর থেকে অবৈধভাবে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করার অপরাধে দুই জনকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি বহনকারী ৬টি ট্রলারও জব্দ করা হয়।

বুধবার (১৪ এপ্রিল) রাতে মঠবাড়ি ইউনিয়নের বিষখালি নদীর ভাঙ্গন কবলিত মানকি গ্রামে এ ঘটনা ঘটে।

দন্ডিতরা হল- বরগুনা জেলার তালতলি উপজেলার বারই বাড়িয়া গ্রামের শাহাজাহান হাওলাদারের ছেলে হাবিবুর রহমান ও একই উপজেলার বড়পাড়া গ্রামের দলুপাটোয়ারির ছেলে মাহবুবুর রহমান। এরা দু’জন ঝালকাঠি সদরে বসবাস করে আসছেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও মোঃ মোক্তার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানকির চরে গিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে হাবিবকে আটক করে ৫০ হাজার টাকা ও মাহবুব পাটোয়ারিকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাটি বহনের কাজে ব্যবহৃত মাহবুবের ৫টি ও হাবিবের ১টি ট্রলার জব্দ করা হয়েছে। এরা দীর্ঘদিন ধরে বিষখালি নদীর ভাঙ্গন কবলিত মানকি চর থেকে মাটি নিয়ে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে আসছিলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত