যাদের ‘মুভমেন্ট পাস’ লাগবে না

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২১, ১৬:২৬

সাহস ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দেশব্যাপী চলমান ‘সর্বাত্মক’ লকডাউনের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার।  করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব বন্ধ থাকলেও খোলা রয়েছে ব্যাংক, কারখানা ও হাসপাতালসহ নানা জরুরি সেবা।

লকডাউন চলাকালে যারা জরুরি প্রয়োজনে বাইরে যাবেন, তাদের পুলিশের মুভমেন্ট পাস নিয়ে বের হতে হবে। কিন্তু, যারা জরুরি প্রতিষ্ঠানে কাজ করেন, তাদের জন্যে সেই পাস নেওয়ার প্রয়োজন নেই। যাদের মুভমেন্ট পাস নেওয়ার প্রয়োজন নেই, তাদের তালিকা পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া হয়েছে।

চলমান লকডাউনের বিধিনিষেধের আওতামুক্ত যারা-

১. ডাক্তার

২. নার্স

৩. মেডিকেল স্টাফ

৪. করোনাভাইরাস টিকা বা চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তি বা স্টাফ

৫. ব্যাংকার

৬. ব্যাংকের অন্যান্য স্টাফ

৭. সাংবাদিক

৮. গণমাধ্যমের ক্যামেরাম্যান

৯. টেলিফোন বা ইন্টারনেট সেবাকর্মী

১০. বেসরকারি নিরাপত্তাকর্মী

১১. জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তা বা কর্মচারী

১২. অফিসগামী সরকারি কর্মকর্তা

১৩. শিল্পকারখানা বা গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী বা কর্মকর্তা

১৪. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য

১৫. ফায়ার সার্ভিস

১৬. ডাকসেবা

১৭. বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সঙ্গে জড়িত ব্যক্তি বা কর্মকর্তা

১৮. বন্দর–সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্মকর্তা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত