র‌্যাব-বিজিবির অভিযানে প্রায় ২ কোটি টাকার মদকসহ আটক ১

প্রকাশ : ১১ এপ্রিল ২০২১, ১৮:৩০

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব ও বিজিবির দুটি পৃথক অভিযানে ১ কোটি ৮০ লক্ষ টাকা মূল্যের ১ কেজি ৮০০ গ্রাম হেরোইন ও ২৮৬ পিস ইয়াবাসহ একজন আটক হয়েছে। রবিবার (১১ এপ্রিল) দুপুর ও গত শনিবার (১০ এপ্রিল) রাতে অভিযান দুটি চালানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কাশিয়াডাঙ্গা এলাকা হতে হেরোইনসহ আটক হন নাজির ইসলাম (২২)। তিনি সদর উপজেলার গোঠাপাড়া গ্রামের এবরান আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসায় জড়িত বলে স্বীকার করেছেন। মাদক বিক্রির গোপন খবরে অভিযানটি চালানো হয়।

এদিকে চাঁপাইানবাবগঞ্জ ৫৯’বিজিবি ব্যাটালিয়ন (রহনপুর ব্যাটালিয়ন) অধিনায়ক লে.কর্ণেল মাহমুদুল হাসান জানান, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জের তেলকুপি বিওপির টহল দল সীমান্তের ৮শ' গজ বাংলাদেশের ভেতরে তেলকুপি বাজার নামক স্থানে অভিযান চালায়। এ অভিযানে ২৮৬ পিস ইয়াবা জব্দ হলেও কেউ আটক হয়নি। উভয় ঘটনায় পৃথক আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত