খালেদা জিয়া করোনা পজেটিভ: মির্জা ফখরুল

প্রকাশ | ১১ এপ্রিল ২০২১, ১৭:০৮ | আপডেট: ১১ এপ্রিল ২০২১, ১৮:১১

অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে ভালো আছেন। দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।

রবিবার (১১ এপ্রিল) বিকেলে বিএনপি মহাসচিব গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

খালেদা জিয়া বর্তমানে তার চিকিৎসক এফএম সিদ্দিকীর অধীনে বাসায় আইসোলেশনে আছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে ভালো আছেন। শনিবার আইসিডিডিআরবিতে পরীক্ষায় দেশনেত্রীর করোনা পজিটিভ আসে। আমরা তার সুস্থতার জন্য দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের দোয়া করার আহ্বান জানাচ্ছি।

এর আগে সকালে স্বাস্থ্য অধিদফতরের তরফ থেকে খালেদার করোনায় আক্রান্ত হওয়ার খবর জানানো হলেও কিছু বলছিল না তার পরিবার ও বিএনপি। তবে বিষয়টি স্পষ্ট করে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল।

খালেদা জিয়ার পরিচর্যায় নিযুক্ত গৃহপরিচারিকা ফাতেমার তিন দিন আগেই করোনা শনাক্ত হয় বলে জানিয়েছে বিএনপির একটি সুত্র। এরপর গতকাল শনিবার দুই দফায় খালেদা জিয়ার নমুনা সংগ্রহ করা হয়। শনিবার রাতে তার করোনা ‘পজিটিভ’ আসে।