লকডাউন মানছেন না কেরানীগঞ্জের জনসাধারণ

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২১, ১৭:৫২

সাহস ডেস্ক

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার ৫-১১ এপ্রিল সারাদেশে লকডাউন ঘোষণা করেছে। কিন্তু সরকারের জারিকৃত লকডাউনের প্রথম দিনেই ঢাকার কেরানীগঞ্জের জনসাধারণ তা মানছেন না।

সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে সিএনজি, বাসসহ সবধরনের গণপরিবহন চলাচল করছে। শারীরিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা অধিকাংশ মানুষের মুখে কোনো মাস্কও ছিল না। সিএনজি ও বাসে গাদাগাদি করে একসাথে চলছে নারী-পুরুষ।

কেরানীগঞ্জের কদমতলী, হাসনাবাদ, তেঘরিয়া, খোলামুড়া ও রোহিতপুর সহ বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। র‌্যাব, পুলিশ ও ডিবিপুলিশসহ কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লকডাউন মানাতে মাঠপর্যায়ে কোনো তৎপরতা দেখা যায়নি।

সচেতন মহলের অভিমত, সরকারের দেয়া লকডাউন মানাতে প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা না রাখলে জনসাধারণকে লকডাউন মানানো যাবে না। এতে করে আগামীতে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। এ ধরনের ঢিলেঢালা লকডাউন দিয়ে লাভ হবে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত