গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৮

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২১, ০২:১২

সাহস ডেস্ক

গাইবান্ধা সদর, পলাশবাড়ি, সুন্দরগঞ্জে, ফুলভড়ি ও সাঘাটা উপজেলার বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ে আট জন নিহত হয়েছেন। এছাড়াও বিভিন্ন স্থানে সহস্রাধিক ঘরবাড়ি, গাছপালা ভেঙে গেছে।

রবিবার (৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে গাইবান্ধা সদরসহ সাত উপজেলার উপর দিয়ে বয়ে যায় ঘণ্টাব্যাপী কালবৈশাখী ঝড়।

ঝড়ে নিহত হয়েছেন সদরের মালিবাড়ি ও বাদিয়াখালি ইউনিয়নে দুই জন, ফুলছড়িতে দুই জন, পলাশবাড়ীতে তিন জন এবং সুন্দরগঞ্জ উপজেলায় এক জন।

নিহতরা হলেন, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের আবুল গোফফার ও জাহানারা বেগম, সুন্দরগঞ্জ উপজেলার ময়না বেগম। আর ফুলছড়ি উপজেলায় মারা গেছেন শিউলি আকতার। সদরের রিফায়েতপুর গ্রামের জোসনা রানী, হরিনসিংহা গ্রামের মনির, আরিফ খাঁ বাসুদেবপুর গ্রামের মোছা. আরজিনা ও ধন্দনিয়া পাড়ার শাহেদা বেগম।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম জানান, চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন মারা যান। শাহেদা বেগম নামের এক নারী নিজ বাড়িতে গাছের ডাল পড়ে মারা যান।

গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন জানান, নিহত প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে ভেঙে পড়া গাছ অপসারণে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত