কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের পাশের বাজারে আগুন, নিহত ৩

প্রকাশ | ০২ এপ্রিল ২০২১, ১৪:২১

বিবিসি বাংলা

কক্সবাজারের উখিয়ার কুতুপালং এর রোহিঙ্গা ক্যাম্পের পাশের একটা বাজারে আগুন লেগে তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিসের কর্মী থ্রীসা খই মারমা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ২০মিনিটে তারা আগুন লাগার খবর পান।

তিনি বলছিলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টা ইউনিট সেখানে কাজ করে। সকাল সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের এই কর্মী বলেন, আগুন নেভানোর পর একটা শৌচাগারের মধ্যে থেকে তিনটা মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, এই তিনজন রোহিঙ্গা জনগোষ্ঠীর। তারা দোকানের কর্মচারী ছিল।

সেখানে ৭টা দোকান ছিল। এর মধ্যে কাপড়ের দোকান, সেলুন ইত্যাদি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জুর মোর্সেদ জানান, যে তিনজন মারা গেছে প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যাচ্ছে তারা রোহিঙ্গা ছিল। এই ঘটনায় বেশ কিছু মানুষ আহত হয়েছে, যারা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।

তিনি আরো জানান, আগুনের সূত্রপাত কীভাবে হল - সেটা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এখনো কোন মামলা হয়নি।

এর আগে ২২ মার্চ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে প্রায় ৪৫ হাজার রোহিঙ্গা শরণার্থীর ঘর হারানোর তথ্য দিয়েছিল জাতিসংঘ শরণার্থী সংস্থা।