বইমেলা বন্ধের সুপারিশ

প্রকাশ | ০২ এপ্রিল ২০২১, ০১:৫৭

অনলাইন ডেস্ক

সারা দেশে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় চলমান বইমেলা বন্ধের সুপারিশ করেছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এছাড়াও কোভিড-১৯ এর বিস্তার রোধে সব ধরণের সামাজিক অনুষ্ঠান এবং অন্যান্য বিনোদন কেন্দ্র বন্ধ করার সুপারিশ করেছে কমিটি।

বৃহস্পতিবার (১ এপ্রিল) জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভা শেষে এসব সুপারিশ দেয়া হয়।

কোভিড-১৯ মোকাবিলায় ঢাকার হাসপাতালগুলোতে যতটা সম্ভব আইসিইউ এবং কোভিড-১৯ ওয়ার্ড শয্যা সংখ্যা বৃদ্ধি করার পরামর্শ দিয়েছে কমিটি। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে জারি করা ১৮ দফা নির্দেশনাকে স্বাগত জানিয়ে কমিটি এই নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দিষ্ট পরিকল্পনার ওপর জোর দিয়েছে।

ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্দেশনা নেয়ার পরামর্শ দিয়েছে পরামর্শক কমিটি।