হরতাল বাড়ানোর খবর সত্য নয়: হেফাজত

প্রকাশ | ২৮ মার্চ ২০২১, ১৮:৫৯ | আপডেট: ২৮ মার্চ ২০২১, ১৯:০১

অনলাইন ডেস্ক

হেফাজতে ইসলামের হরতাল বাড়ানোর খবর সত্য নয় বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাওলানা মো. ফয়সাল। তিনি বলেন, হরতাল বাড়ানোর খবরটি ‘গুজব’ এবং ‘সম্পূর্ণ ভুয়া’।

রবিবার (২৮ মার্চ) বিকেলে তিনি এ তথ্য জানান।

মাওলানা মো. ফয়সাল বলেন, রবিবার হেফাজতের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালন করা হচ্ছে। আগামীকাল যেহেতু পবিত্র শবে বরাত, সেহেতু আপাতত হরতালের সময়সীমা বাড়ানো হয়নি। এমনকি বাড়ানোর কোনো পরিকল্পনাও নেই আমাদের।