কোভিশিল্ডের দ্বিতীয় চালান দেশে এসে পৌঁছেছে

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০২:৪৯

সাহস ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস প্রতিরোধী টিকা কোভিশিল্ডের দ্বিতীয় চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। দ্বিতীয় চালানে টিকা এসেছে ২০ লাখ ডোজ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টা ২৩ মিনিটের দিকে একটি বিশেষ ফ্লাইট টিকার দ্বিতীয় চালান নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে ভারতের মুম্বাইয়ের স্থানীয় সময় ৭টা ৪০ মিনিটে করোনা ভ্যাকসিন নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে।

দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ টিকা ভারত থেকে দেশে এসেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৫টি বিশেষ ফ্রিজার কাভার্ডভ্যান এসে পৌঁছায়। একে একে এই ভ্যানগুলো ৮ নম্বর গেট দিয়ে বিমানবন্দরের রানওয়েতে প্রবেশ করে।

এর আগে দেশে টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন রবিবার (২১ ফেব্রুয়ারি) জানান, এই টিকা রাখা হবে বেক্সিমকোর ওয়ার হাউজে। পরে তারা স্বাস্থ্য অধিদফতরের চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় টিকা পৌঁছে দিবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত