শ্রমজীবীদের করোনা ভ্যাক্সিন নিবন্ধন সহায়তায় ছাত্র ইউনিয়ন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫২

আগামীকাল থেকে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন শ্রমজীবী অধ্যুষিত স্থানে সহায়তা কেন্দ্র স্থাপন করবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয় হতে এ ঘোষণা দেয়া হয়।

কার্যক্রম ঘোষণাকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক দীপক শীল, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতুসহ প্রমুখ।

ফয়েজ উল্লাহ বলেন, আমরা লক্ষ্য করেছি ভ্যাক্সিন কার্যক্রম চালু হওয়ার পর থেকে অনলাইন রেজিষ্ট্রেশনের কারণে সাধারণ শ্রমজীবী মানুষের ভ্যাক্সিন নেয়ার সংখ্যা খুব কম। ইন্টারনেট জটিলতার কারণে তারা অংশগ্রহণ করতে পারছে না। সাধারণ শ্রমজীবী মানুষের কথা ভেবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কোভিড-১৯ শুরুতে যেমন স্যানিটাইজার কার্যক্রমের পরিচালনার মাধ্যমে শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে স্যানিটাইজার বিতরণ ও রেশনিং কার্যক্রম পরিচালিত করেছে ঠিক একই ভাবে দেশব্যাপি ভ্যাক্সিন নিবন্ধন সহায়তা কার্যক্রম পরিচালনা করবে।

সহায়তা কেন্দ্রগুলো ঢাকার পুরানা পল্টন, ভিক্টোরিয়া পার্ক, মোহাম্মদপুর, মিরপুরসহ সারাদেশব্যাপী এ কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ  ছাত্র ইউনিয়ন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত