x

এইমাত্র

  •  হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক গ্রেপ্তার

বাইডেন সরকারের মনোভাব বুঝতে ওয়াশিংটন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৯

সাহস ডেস্ক

যুক্তরাষ্ট্রের নতুন সরকারের মনোভাব বুঝতে ওয়াশিংটন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবেন তিনি এবং ২৮ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।

এই সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন, সিনেট ফরেন রিলেশন্স কমিটির চেয়ারম্যান বব মেনেন্দেজসহ আরও কয়েকজন সিনেটরের সঙ্গে মোমেনের বৈঠক হবে। এছাড়া কাউন্সিল ফর ফরেন রিলেশন্সে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক ও নিউলাইনস ইনস্টিটিউটে রোহিঙ্গাবিষয়ক দুটি পৃথক সভা ও ইউএস চেম্বারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

সফরে পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন পোস্টে একটি সাক্ষাৎকারও দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত