চিতলমারীতে এসপি পংকজ চন্দ্র রায়কে বিদায়ী সংবর্ধনা

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৭

গোবিন্দ মজুমদার

বাগেরহাটের চিতলমারীতে জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়কে (পিপিএম) চিতলমারী থানা পুলিশের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় থানা চত্তরে চিতলমারী থানার অফিসার ইনচার্জ মীর শরীফুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার মো: মারুফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, চিতলমারী পুলিশিং কমিটির সভাপতি মো: মোহসীন রেজা, সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন এবং উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন চিতলমারী আলীয়া মাদ্রাসার সুপার মো: ইদ্রিসুর রহমান, গীতা পাঠ করেন শেখ হেলাল উদ্দীন একাডেমির অধ্যক্ষ সুখময় ঘরামী।

এরপর চিতলমারী থানার অফিসার ইনচার্জ ফুল দিয়ে বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা জানান। একই সাথে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মুন্সী দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বিভাষ দাস, সাংবাদিক গোবিন্দ মজুমদার, জহিদুর রহামন, প্রমিত বসু, মাধুরী বোস, মাহি প্রমূখ।

বিদায়ী পুলিশ সুপার পংকোজ চন্দ্র রায় তার বক্তব্যে বলেন, আমি বাগেরহাট জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদানের পর এলাকার আইন শৃংখলা রক্ষার জন্য দিনরাত কাজ করেছি। মাদক মুক্ত বাগেরহাট গড়তে সবার সহযোগিতা পেয়েছি। এভাবে দুই দফায় ১১ বছর দায়িত্ব পালন করেছি। আপনাদের সবার কথা আমার সারাজীবন মনে থাকবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বড়বাড়ীয়া ইউপি চেয়ারম্যান মাসুদ সর্দার, হিজলা ইউপি চেয়ারম্যান কাজী আজমীর আলী, কলাতলা ইউপি চেয়ারম্যান শিকদার মতিয়ার রহমান, চবরানিয়ারী ইউপি চেয়ারম্যান অর্চনা দেবী বড়াল, কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বাদশা মিয়া, বড়বাড়ীয়া সাবেক ইউপি চেয়ারম্যান অহিদুজ্জামান পান্না, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল হক মুন্সী, ওসি তদন্ত মো: একরাম হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও দপ্তর সম্পাদক শোয়েল মোল্লা।

গোবিন্দ মজুমদার
০১৭১০৩১১১৬৫

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত