এখনো অনেক উন্নত দেশ ভ্যাকসিন সংগ্রহ করতে পারেনি, আমরা করেছি: প্রধানমন্ত্রী

প্রকাশ | ১১ ফেব্রুয়ারি ২০২১, ০৩:০৬

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বলেছেন, বাংলাদেশ প্রয়োজন অনুযায়ী করোনাভাইরাসের ভ্যাকসিন আনতে সক্ষম হয়েছে যা অনেক উন্নত দেশ এখনো করতে পারেনি।  অনেক উন্নত দেশ তাদের জন্য এখনো কোনো ভ্যাকসিন সংগ্রহ করতে সক্ষম হয়নি। অন্য কোথাও আমি আমার মনোযোগ দেইনি। আমার কাছে মানুষ ও মানুষের জীবন অন্য যেকোনো কিছুর চেয়ে গুরুত্বপূর্ণ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশের কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমি বলেছিলাম যখনই এই ভ্যাকসিন পাওয়া যাবে এবং যখনই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটি অনুমোদন করবে, বাংলাদেশ এটি (ভ্যাকসিন) প্রথম পাবে এবং তা সঠিক প্রমাণিত হয়েছে। বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দেয়ার জন্য ভারত সরকারকে ধন্যবাদ। এখন, অনেকে আমাদের (ভ্যাকসিন) দিতে চান, কিন্তু আমাদের যা প্রয়োজন তা আমরা নিয়ে এসেছি। প্রাথমিক পর্যায়ে মানুষের মাঝে ভ্যাকসিন নিয়ে কিছুটা সন্দেহ ছিল, কিন্তু এখন তা নেই।

তিনি আরও বলেন, টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, আমাদের অনেক কিছুই শুনতে হবে, এই সকল কথায় মনোযোগ দেয়ার প্রয়োজন নেই। অনেকেই বলেছিলেন যে বাংলাদেশে ভ্যাকসিন পাওয়া যাবে না, যদিও সরকার এই ভ্যাকসিনের জন্য এক হাজার কোটি টাকা আলাদা করে রেখেছিল।

যারা টিকা নিচ্ছেন তাদের সকলকে নিয়মিত মাস্ক পরা এবং হাত ধোয়াসহ স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনাগুলো অনুসরণ করার আহ্বান জানিয়েছেন তিনি। মহামারির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বিপর্যয় আসে এবং তা অব্যাহত থাকবে।

তবে আমাদের সে সময় শক্ত থাকতে হবে। সেখানে আমাদের মানুষের সাথে থাকতে হবে এবং একটি পরিকল্পিত উপায়ে পদক্ষেপ নিতে হবে এবং সেই অনুসারে কাজ করতে হবে। এভাবেই যেকোনো বিপর্যয়ের মোকাবিলা করা সম্ভব হবে,’ বলেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকার উপর জোর দিয়ে, কোভিড-১৯ মহামারির সময়ে ঐক্যবদ্ধ থাকার জন্য দেশের জনগণকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।