ঝিনাইদহে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩৯ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৮

অনলাইন ডেস্ক
নিহতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইদহের কালীগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী-পুরুষ-শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০/২৫ জন। তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (‌১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার একটি পেট্রোল পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ ফায়ার স্টেশন অফিসার মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বারোবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন জানান, খুলনা থেকে কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের একটি বাস ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজার এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঠিক সে মুহূর্তে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক ব্রেক কষার চেষ্টা করলেও না পেরে বাসটির মাঝ বরাবর আঘাত হানে। এতে বাসটিরে সামনের ও মাঝের অংশ দুমড়ে মুচড়ে যায়।

কালীগঞ্জ ফায়ার স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, বাসটির কমবেশি সব যাত্রী হতাহত হয়েছেন। আমরা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি। নিহতদের লাশ উদ্ধার করে মর্গে নিয়ে যাওয়া হচ্ছে।