‘ঘুমধুমে’ বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৬

সাহস ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আমতলী রেজু সীমান্তের ৪০ নম্বর পিলার এলাকায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছেন। বিজিবির দাবি এ ঘটনায় বিজিবির দুই সদস্যও আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) ভোররাত ৪টার দিকে ঘুমধুম ইউনিয়নের গর্জনবনিয়া চাকমাপাড়া সীমান্তে এ বন্দুকযুদ্ধ সংঘটিত হয়।

নিহতরা হলেন, কক্সবাজার জেলার কুতুপালং লাম্বাশিয়া ক্যাম্পের ফোরকান আহমদের ছেলে মো. জোবায়ের এবং কুতুপালং ক্যাম্পের মৃত আমির হামজার ছেলে দিন মোহাম্মদ।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, মারাত্মক জখম অবস্থায় ওই দুইজনকে কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, এ ঘটনায় দুই বিজিবি সদস্যও আহত হয়েছে। উদ্ধার করা হয়েছে তিন কোটি টাকা মূল্যের এক লাখ ইয়াবা ট্যাবলেট, দুইটি অস্ত্র ও কার্তুজ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত