গতকাল টিকা নিয়ে আজ আদালতে এসেছি, সমস্যা হচ্ছে না: প্রধান বিচারপতি

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৩:১৮

অনলাইন ডেস্ক

করোনা মহামারি থেকে বাঁচতে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বিচারপতি বলেন, আমি গতকাল টিকা নিয়েছি, আজ আদালতে এসেছি, টিকা নেওয়ার পর আজ বিচারকাজ পরিচালনা করছি। কোনও সমস্যা হচ্ছে না।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা শুনানির একপর্যায়ে তিনি এ কথা বলেন।

এ সময় আপিল বিভাগে সংযুক্ত ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি বলেন, আমরা আগামীকাল (মঙ্গলবার) টিকা নিয়ে নেব। জবাবে প্রধান বিচারপতি বলেন, আপনি টপ ল অফিসার অফ দ্য কান্ট্রি। গতকালই আপনার টিকা নেওয়া উচিত ছিল।

পরে অ্যাটর্নি জেনারেল বলেন, আমি একা নিতে চাইনি। সবাই মিলে নেবো। এজন্য দেরি হয়েছে। এরপর আপিল বিভাগ মামলার নিয়মিত শুনানির কাজ পরিচালনা অব্যাহত রাখেন।