কবির বিন আনোয়ারের সভাপতিত্বে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ সেমিনার

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২১, ২০:৫৫

সাহস ডেস্ক

পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘হালদা নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ বিষয়ে এক সেমিনার হালদা নদীর তীর সংলগ্ন সত্তার ঘাট এলাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান নদীপুত্র কবির বিন আনোয়ার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সাবেক মুখ্য সচিব, হালদা পাড়ের সন্তান জনাব আবদুল করিম। আরো উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো: রুকন উদ-দৌলা, চট্টগ্রাম জেলা প্রশাসক জনাব মমিনুর রহমান এবং আইডব্লিউএম এর নির্বাহী পরিচালক আবু সালেহ খান।

সভায় বিষয়ের উপর মূল বক্তব্য উপস্থাপন করেন প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া। আলোচনায় অংশ নেন মৎস্য অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর জনাব মহিবুল্লাহ, হালদা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, পরিবেশ অধিদপ্তরের পরিচালক নুরুল্লাহ নুরী, আইডিএফের বোর্ড সদস্য প্রফেসর শহীদুল আমিন চৌধুরী, ঘাসফুলের চেয়ারম্যান ড. মন্জুরুল আমিন চৌধুরী, গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের সরোয়ার চেয়ারম্যান, ডিম সংগ্রহকারীসহ অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত