করোনার টিকা দেয়া শুরু বুধবার বিকেল থেকে

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২১, ১৯:০৮

সাহস ডেস্ক
একজন নার্সকে করোনাভাইরাসের টিকা দেওয়ার মাধ্যমে প্রাথমিক টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনাভাইরাসের টিকা দেওয়ার মাধ্যমে প্রাথমিক টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন মোট ২০ জনকে টিকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী প্রথম পাঁচজনের টিকা দেওয়ার সময় ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত থাকবেন।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভা শেষে এ কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি বলেন, উদ্বোধনী টিকাদান অনুষ্ঠান সংক্ষিপ্ত হবে। প্রধানমন্ত্রী অনুষ্ঠান উদ্বোধন করবেন। বক্তব্য দেবেন শুধু স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, মোট ২০ জনকে ওই দিন টিকা দেওয়া হবে। তবে প্রথম ৫ জনকে টিকা দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যুক্ত থাকবেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে এ অনুষ্ঠান বিটিভি সরাসরি প্রচার করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত