রাজধানীর তেজগাঁও, নাবিস্কো ও বনানীতে চালু হলো আরো ৩ ইউটার্ন

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২০, ২২:২২

সাহস ডেস্ক

রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন(ডিএনসিসি)এলাকায় আরও তিনটি ইউটার্ন চালু করা হয়েছে।

ইউটার্ন তিনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায়। একটি তেজগাঁও বিজি প্রেসের সামনে, আরেকটি নাবিস্কো-কোহিনূর কেমিক্যাল মোড় এবং অপরটি বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায়।

আজ রবিবার (২০ ডিসেম্বর ২০২০)  ইউটার্ন তিনটি যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। ডিএনসিসিতে এ নিয়ে মোট ৬টি ইউটার্ন চালু হল।

রাজধানীর বিমানবন্দর সড়কে কাওলা ফ্লাইং একাডেমি এলাকা, উত্তরা র‌্যাব-১ কার্যালয়ের সামনের রাস্তা ও উত্তরা আজমপুর বাসস্ট্যান্ড–সংলগ্ন এলাকায় তিনটি ইউটার্ন চালু করা হয় এর আগে ।

এ ছাড়া ঢাকা উত্তর সিটির মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে, মহাখালী ফ্লাইওভারের নিচে, বনানী-কাকলি রেলস্টেশন এবং বনানী ফ্লাইওভারের নিচে আরও চারটি ইউটার্ন নির্মাণের কাজ চলছে।

উত্তর সিটি কর্পোরেশনের(ডিএনসিসি) ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, “ইউটার্নগুলো চালু করার ফলে সড়কে যানজট কমার পাশাপাশি যাতায়াতের সময়ও বাঁচবে এবং নগরবাসীর ভোগান্তি কিছুটা কমেবে।” 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত