মৌলভীবাজারের জুড়ীতে তুলার কারখানায় অগ্নিকাণ্ড

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০২০, ১৩:৩৩

অনলাইন ডেস্ক

মৌলভীবাজারের জুড়ীতে একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ফলে প্রায় ৫০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন মালিক।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বেলাগাঁও কন্টিনালা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

কারখানা মালিক বদরুল ইসলাম জানান, গার্মেন্টস পন্য থেকে এ কারখানায় তুলা উৎপন্ন করা হয়। ঘটনার সময় কারখানার একটি মোটরের বিদ্যুৎ সংযোগ লাইন থেকে আগুনের সূত্রপাত হয়ে পলকেই পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনটি মেশিন, দুইটি ঘর ও প্রচুর মালামালসহ প্রায় ৫০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হঠাৎ করে আকাশে কালো ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও পথচারীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভাতে শুরু করে।  আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ৪৫মিনিট পর কুলাউড়া ও বড়লেখা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে অবশিষ্ট আগুন নেভায়।