শাহজালালে মাটির নিচে ২৫০ কেজি ওজনের বোমা

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২০, ২২:৩১

সাহস ডেস্ক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে ২৫০ কেজি ওজনের সিলিন্ডারসদৃশ একটি বোমা উদ্ধার করেছে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার (৯ ডিসেম্বর) সকালে উদ্ধার হওয়া বোমাটি নিষ্ক্রিয় করতে কাজ করছে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।

বিমানবন্দর সূত্র জানায়, নির্মাণ শ্রমিক ও প্রকৌশলীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে ছুটে আসে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। পরে তারা বোমাটি বিমানবাহিনীর রসুলপুর ঘাঁটিতে নিয়ে যায়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান জানান, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের পাইলিংয়ের সময় শ্রমিকরা মাটির প্রায় তিন মিটার গভীরে সিলিন্ডারের মতো বোমা দেখতে পায়। পরে বিষয়টি তারা কর্তৃপক্ষকে জানায়। কর্তৃপক্ষ বিষয়টি বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুর বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানায়।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, বোমাটি নিষ্ক্রিয় করতে বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরের রসুলপুর ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, বোমাটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নিক্ষেপ করা হয়েছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত